কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানে হারের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল বাংলাদেশ। ২৫ বছরের টেস্ট যাত্রায় এটি বাংলাদেশের ৪৭তম ইনিংস ব্যবধানে হার, যা অস্ট্রেলিয়ার ১৪৮ বছরের ইতিহাসে হওয়া ৪৬ ইনিংস হারের চেয়েও বেশি।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ১৫৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র ২৩টিতে, ড্র ১৯টি এবং পরাজয়ের সংখ্যা ১১২। তার মধ্যে ৪৭ বার ইনিংস ব্যবধানে হেরেছে দলটি। অন্যদিকে, অস্ট্রেলিয়া খেলেছে ৮৭৫টি টেস্ট, ইনিংস ব্যবধানে হেরেছে ৪৬ বার।
কলম্বো টেস্টে মাত্র ২৫ মিনিটেই ভেঙে পড়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। আগের দিন ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করলেও, চতুর্থ দিনের সকালে মাত্র ১৮ রান যোগ করেই গুটিয়ে যায় তারা। ব্যর্থতার এই ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে দলের মানসিকতা ও প্রস্তুতি নিয়ে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে বলেন, “এই টেস্টে আমরা আরেকটু ভালো খেলতে পারতাম। হার–জিত থাকবেই, কিন্তু ডমিনেট করার সুযোগও ছিল। এখন এই ভুল থেকে শিখে সামনে ভালো কিছু করার চেষ্টা করব।”
টেস্টে এমন ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু অস্ট্রেলিয়া নয়, ইনিংস হারে ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের চেয়েও এগিয়ে এই তালিকায়। তাই প্রশ্ন রয়েই যায়—এত বছরের অভিজ্ঞতা কি শুধুই পরিসংখ্যানের ভেতর হারিয়ে যাবে?
