নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস হারের মুখে পড়েছে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের করা ৩০৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৪৯ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩১ রান করেছে। ইনিংস হার এড়াতে তাদের আরও ১২৭ রান করতে হবে।
বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে এক অপরিচিত, শক্তিহীন দলে পরিণত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতার কোনো ইঙ্গিত নেই তাদের লড়াইয়ে। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে প্রতিনিয়ত তাদের দুর্বলতা ফুটে উঠেছে। প্রথম ইনিংসে তাদের কোনো ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পায়নি। এমনকি কাছাকাছিও যেতে পারেনি। সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক ক্রেগ ইরভিন। ৩৯ ছিল তার সংগ্রহ।
দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে দুই ওপেনার বিদায় নিয়েছেন। ব্রায়ান বেনেট করেছেন ১৮ রান। অপর ওপেনার বেন কুরান ১১ রান করে বিশ্রামে গেছেন।
এর আগে কিউই ওপেনার ডেভন কনওয়ের চমৎকার ব্যাটিংয়ে নিউজিল্যান্ড বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। ৮৮ রান করেছেন তিনি। তাকে যোগ্য সহায়তা দিয়েছেন ড্যারিল মিচেল। এই মিডল অর্ডার ব্যাটার ৮০ রান করেছেন। দুই প্রায় সেঞ্চুরির সুবাদে ৩০৭ রানে অল আউট হয় সফরকারী দল। জিম্বাবুয়ের বর্তমান অবস্থায় এই রানই তাদেরকে ইনিংস ব্যবধানে জয় এনে দিতে পারে।
বল হাতে জিম্বাবুয়ের কোনো বোলারই উইকেটশূন্য থাকেননি। সবচেয়ে সফল ছিলেন ব্লেসিং মুজারাবানি। ২৬ ওভারে ৭৩ রানে ৩ উইকেট পান তিনি।
