ম্যানচেস্টার টেস্টে রান চাপায় পড়লেও দারুণ জবাব দিচ্ছে ভারত। ইনিংস হারের শঙ্কায় থেকেও লড়ে যাচ্ছে দলটি। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকা দলটি চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। বর্তমানে দলটি ১৩৭ রানে পিছিয়ে রয়েছে।
ভারতের করা ৩৫৮ রানের জবাবে স্বাগতিক ইংল্যান্ড রান উৎসবে মেতেছিল। দুই সেঞ্চুরি, দুই সেঞ্চুরির কাছাকাছি রান আর এক হাফ সেঞ্চুরির সুবাদে তারা রান পাহাড়ে পৌঁছেছিল। পাঁচ ব্যাটারের চমৎকার রানের সুবাদে তারা স্কোরবোর্ডে ৬৬৯ রান জমা করেছিল। জো রুট করেছিলেন ১৫০ রান, বেন স্টোকসের সংগ্রহ ছিল ১৪১ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট যথাক্রমে স্কোরবোর্ডে জমা করেছিলেন ৮৪ ও ৯৪ রান। এছাড়া ওলি পোপের ৭১ রান ছিল উল্লেখযোগ্য।
ইংলিশ বোলারদের হাতে নাস্তানাবুদ হওয়া সত্ত্বেও কিছুটা স্বস্তি পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তার উইকেট শিকার চারটি। জসপ্রিত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর দুটো করে উইকেট পেয়েছেন।
ইনিংসে হার এড়াতে ভারতের লক্ষ্য তখন ৩১২। এমন রানের চাপে পড়ে ভারত যেনো খেই হারিয়েছিল। স্কোরবোর্ডে কোনা রান না উঠিয়ে বিদায় নেন যজস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। ব্যক্তিগতভাবে তারা কোনো রানই করেননি। শেষ পর্যন্ত লোকেশ রাহুল ও শুভমান গিল লড়ে যাচ্ছেন। গতকাল দিন শহওয়ার আগে তারা ১৭৪ রান জমা করেছেন। রাহুল ৮৭ রানে ও শুভমান ৭৮ রানে ব্যাট করছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















