প্রাক মৌসুম প্রস্তুতিতে ইন্টার মায়ামি আরও এক ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে তারা ৫-০ গোলে হারিয়েছে। লিওনেল মেসি একটা গোল করেছেন। পাশাপাশি দুই গোলের রূপকার ছিলেন।
মায়ামির হয়ে অন্যগুলো করেন ফেডেরিকো রেদেন্দো, নোয়াহ অ্যালেন, লুই সুয়ারেজ ও রায়ান সেইলর।
প্রাক মৌসুমে ইন্টার মায়ামি মোট পাঁচটি ম্যাচ খেলছে। এটি ছিল তাদের চতুর্থ ম্যাচ। চার ম্যাচেই জয় পেয়েছে মায়ামি। আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলবে।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ শেষে মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে খেলবে। টুর্নামেন্টে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। আগামী ১৮ ফেব্রুয়ারি প্রথম লেগের খেলা মাঠে গড়াবে। ফিরতি লেগের খেলা হবে ২৫ ফেব্রুয়ারি।
মায়ামি মেজর সকার লিগের খেলা শুরু করবে ২২ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি।