চোটে পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে চোট কাটিয়ে আজ পাকিস্তান দলে ফিরছেন তিনি। তাঁর একাদশে থাকাটাও প্রায় নিশ্চিত। আর তিনি ফিরলে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বসানো হবে উইকেট কিপার ব্যাটার আজম খানকে। কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবচেয়ে ব্যর্থ ছিলেন তিনিই।
এমনিতে সেই ম্যাচটাতে আহামরি কিছু করতে পারেননি পাকিস্তান দলের কেউই। তবে আজম খানের বিগত ম্যাচগুলোর পারফরম্যান্সগুলোর দিকে তাকালে দেখা যায়, পাকিস্তান দলের হয়ে ১৪ ম্যাচ খেলে তিনি শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন গড়ে মাত্র ৮।
তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি বিবেচনায় নিলে আজ ইমাদকে জায়গা করে দিতে বাদ পরার কথা আজম খানেরই।