২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে গালি শোনার অভিযোগ করেছেন ভারতের পেসার হারশিত রানা। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জনপ্রিয় ইউটিউব পডকাস্ট টিআরএস ক্লিপস-এ হারশিত বলেন, “ভারত-বাংলাদেশ ম্যাচে সব সময় লড়াই হয়। সেদিন আমরা আগে ব্যাটিং করেছিলাম। ১৬০ (২১১ রান) এর আশেপাশে অলআউট হয়ে যাই। ব্যাটিংয়ের সময় ওরা আমাদের অনেক গালি দিয়েছে। ইয়াশ ধুল ও আমি যখন ব্যাটিং করছিলাম, প্রচুর গালি শুনেছি।”
ম্যাচে আগে ব্যাট করে ভারত ‘এ’ দল ২১১ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ বিনা উইকেটে ৭০ রান তুললেও শেষ পর্যন্ত ৫১ রানে হেরে যায়। এই ম্যাচেই বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারের সঙ্গে মাঠে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন হারশিত। তার ভাষায়, “আমি নিজের মতো উল্লাস করছিলাম। সে (সৌম্য) আমাকে কিছু বলেছে এবং সেখান থেকেই কথা-কাটাকাটি শুরু হয়। এরপর ওদের অনেক ব্যাটসম্যানও গালি হজম করেছে।”
রানা দাবি করেন, বাংলাদেশের এক বাঁহাতি স্পিনারও ম্যাচে বারবার গালিগালাজ করেছিলেন। সেই দলে একমাত্র বাঁহাতি স্পিনার ছিলেন রাকিবুল হাসান। ম্যাচ শেষে যদিও দুই দলের খেলোয়াড়দের মধ্যে আর কোনো কথা হয়নি। হারশিত বলেন, “ওদের কারও সঙ্গে কথা হয়নি। এরপর শুধু রেফারির সঙ্গে কথা হয়েছে।”
গত বছর ভারতের জাতীয় দলে অভিষেক হওয়া হারশিত এখন পর্যন্ত ২টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। পুরনো এই ঘটনার স্মৃতিচারণ করে তিনি জানান, সেদিন কোচ সিতাংশু কোটাক তাদের শান্ত থাকতে এবং খেলার মাধ্যমে জবাব দিতে পরামর্শ দিয়েছিলেন।
এই অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট খেলোয়াড়দের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















