প্রথম ম্যাচে ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ইসাক মোহাম্মদ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ প্রত্যাবর্তন করলেন ইংলিশ তরুণ ওপেনার। তার সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
লাফবোরোতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে নেমে আসে ৪৭ ওভারে। টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ যুবা দল নির্ধারিত ওভারে তোলে ৯ উইকেটে ২৭২ রান। ডাকওয়ার্থ-লুইস মেথডে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৭১। সেই লক্ষ্য ৪৩.১ ওভারেই ৬ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) ব্রিস্টলে।
প্রথম ম্যাচে ৭৫ রান করা ইসাক এবার আরও ভয়ঙ্কর রূপে দেখা দেন। ৯৫ বলের মোকাবেলায় তিনি খেলেন ৬ চার ও ৯ ছক্কার মারে ১০৪ রানের ইনিংস। ইনিংসের শুরুতে জোসেফ মুরস ৩৪ বলে ৪৭ রানের ঝড় তোলেন। শেষ দিকে জে.এ. নেলসনের অপরাজিত ৩৮ বলে ৩৫ রান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন বাঁহাতি স্পিনার সামিউন বশির রাতুল, নিয়েছেন ৩৫ রানে ৩ উইকেট। এর আগে ব্যাট হাতে রিজান হোসেন, রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দলকে আড়াইশ পার করান। রিজান করেন ৫৭ বলে ৫৭, রিফাত খেলেন ৫২ বলে ৫১ আর তামিম যোগ করেন ৪৪ বলে ৪১ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














