টেস্ট ক্রিকেটে আবারও সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে দলে পাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ জনের যে স্কোয়াড প্রকাশ করা হয়েছে, সেখানে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক ও দেশটির সেরা টেস্ট রানমেশিন কেন উইলিয়ামসন।
টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। এবার তাঁকে নিয়ে আবার পূর্ণ শক্তির টেস্ট দল তৈরি করেছে কিউইরা। প্রধান কোচ রব ওয়াল্টার জানালেন, উইলিয়ামসনের অভিজ্ঞতা দলে ফিরলে সর্বদাই বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে। এরপর ১০ ডিসেম্বর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ও ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচ হবে।
নিউজিল্যান্ড স্কোয়াড
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফকস, মাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
