ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘন্টা বেজেছে নিউজিল্যান্ডের। সি গ্রুপ থেকে সুপার এইটে জায়গা করে নেয়া আফগানিস্তান ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে তিনটি করে। ফলে উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে নিউজিল্যান্ডের শেষ দুই ম্যাচ কেবলই নিয়মরক্ষার। তেতে থাকা কেন উইলিয়ামসনের দল উগান্ডাকে দুমড়ে মুচড়ে দিয়ে জয় পেয়েছে ৯ উইকেটে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা উগান্ডা কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। অলআউট হয়েছে ৪০ রানে। যদিও তারা ১৮ ওভার চার বল পর্যন্ত ব্যাটিং করেছে। দলটার একজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। সর্বোচ্চ ১১ রান করেছেন কেনেথ ওয়াইসওয়া। চারজন ব্যাটার শূন্য রানে আউট হন।
বোলিংয়ে আসা নিউজিল্যান্ডের পাঁচ বোলারই এদিন উইকেট পেয়েছেন। এর মধ্যে চার ওভারে এক মেইডেনসহ চার রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন পেসার টিম সাউদি। দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। অন্য উইকেটটি তুলে নিয়েছেন লকি ফার্গুসন।
জবাবে খেলতে নেমে ফিন অ্যালেনের উইকেট হারিয়ে পাঁচ ওভার দুই বলেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১৭ বলে ৯ রান করে আউট হন অ্যালেন। ১৫ বলে ২২ রান করেন ডেভন কনওয়ে।
পাপুয়া নিউগিনির বিপক্ষে নিউজিল্যান্ডের তাদের শেষ ম্যাচ খেলবে ১৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
