উত্তেজনা ছড়িয়ে ড্র হলো গল টেস্ট

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ইনিংসে ৮ রানে আউট হয়ে ফিরে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

পাঁচ দিনের রোমাঞ্চ শেষে ড্র দিয়ে শেষ হলো স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল যখন ৬ উইকেটে ২৮৫ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিলো ২৯৬ রান। ব্যাটিংয়ে নামা স্বাগতিক দলের সংগ্রহ যখন চার উইকেটে ৭২ রান তখন উভয় দলই ড্র মেনে নেয়।

ম্যাচের ৫ম দিন বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে জয়-পরাজয় নির্ধারণের সম্ভাবনা ছিলো। কিংবা বাংলাদেশ দল সাহসী সিদ্ধান্ত নিয়ে আরেকটু কম সময় ব্যাটিং করলেও ফলাফলের সম্ভাবনা থাকতে পারতো। শেষ পর্যন্ত ড্র দিয়েই শেষ হলো সিরিজের প্রথম টেস্ট।

এর আগে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে ৫ম ও শেষ দিন, দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মুশফিকুর রহিম ব্যক্তিগত ৪৯ রানে আউট হলেও প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে টেস্টের উভয় ইনিংসে দ্বিতীয় বারের মতো সেঞ্চুরি করার রেকর্ড গড়েন নাজমুল হোসেন শান্ত।

ড্র হওয়া টেস্টে উভয় ইনিংসে শান্তর সেঞ্চুরি ছাড়াও এক ইনিংসে চতুর্থবারের মতো ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব গড়েন স্পিনার নাঈম হাসান। ফলে সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করা বাংলাদেশ ক্রিকেট দল আত্নবিশ্বাস ফিরে পাওয়ার মতো একটি ম্যাচ খেলেছে।

সংক্ষিপ্ত স্কোর :
টস :
বাংলাদেশ দল।
বাংলাদেশ দল : ৪৯৫ ও ২৮৫/৬ (ডিক্লেয়ার)
শ্রীলঙ্কা দল : ৪৮৫ ও ৭২/৪
ম্যাচের সেরা খেলোয়াড় : নাজমুল হোসেন শান্ত।

Exit mobile version