অস্ট্রেলিয়ান সাবেক স্পিনার নাথান মাইকেল হরিটজকে বাংলাদেশ ক্রিকেট দলের হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি)-এর জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
এইচপি ইউনিটের সাবেক কোচ ডেভিড হেম্পকে গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার পর এইচপির প্রধান কোচের পদ শূন্য ছিলো। বিসিবির পছন্দের তালিকায় ছিলেন জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমও। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় শেষ পর্যন্ত সাবেক অজি অফ স্পিনার হরিটজকেই বেছে নেয় বিসিবি।
৪২ বছর বয়সী সাবেক এই অজি স্পিনার অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৮ ওয়ানডে খেলে নিয়েছেন ৬৩ উইকেট। এছাড়া সাদা জার্সির ক্রিকেটে ১৭ টেস্টে ৬৩টি উইকেট নিয়েছেন তিনি।