আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারলেও শুধু আজকের ম্যাচটা একটা সহজ সমীকরণে জিতলেই প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বাদ নিতে পারতো নাজমুল হোসেন শান্তর দল।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিলো বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিতো।
এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে মাশরাফি লেখেন, আজকের হিসাবটা ছিলো শুধুই ১২.১। এর বাইরে ভাবার কিছু সুযোগ ছিলো না। তাতে যদি ৫০ রানেও দল অলআউট হতো সবাই সেটা সহজভাবে নিতো।
তিনি আরও লেখেন, আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিলো না আমাদের কাছে। এটা ছিলো ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইন শা আল্লাহ।