একমাত্র টেস্টের প্রথম দিনে বিপর্যয়ে আফগানিস্তান

হারারে টেস্ট

পাঁচ উইকেট নেওয়া ব্রাড ইভান্স

হারারেতে শুরু হয়েছে আফগানিস্তান-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট। সোমবার শুরু হওয়া এ টেস্টের প্রথম দিনে নাস্তানাবুদ আফগানিস্তান। জিম্বাবুয়ের সামনে তারা প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে গেছে। তাদের এ সংগ্রহ প্রথম দিনেই টপকে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩০। অর্থাৎ প্রথম দিনে ৮ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে ৩ রানে এগিয়ে গেছে।

আফগানিস্তানের এই সর্বনাশটা হয় ব্রাড ইভান্সের হাত ধরে। জিম্বাবুয়ের এই স্পিনার একাই ৫ উইকেট শিকার করেন। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার গুড়িয়ে দেন তিনি। তবে শুরুটা করেছিলেন ব্লেসিং মুজারাবানি। তার শিকার ৩ উইকেট। দলীয় রান মাত্র ১২৭ হওয়ায় সেখানে আহামরি কোনো ইনিংস থাকবে না এটাই স্বাভাবিক, হয়েছেও তাই।

রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। ৩৭ তার সংগ্রহ। টেস্ট নয়, গুরবাজ যেন টি-টোয়েন্টি খেলায় নেমেছিলেন। ৩৭ রান করতে খেলেছেন ৩৭ বল। একই অবস্থা ওপেনার আব্দুল মালিক। ৪০ বলে করেছেন ৩০ রান। দ্বিতীয় উইকেটে তাদের সংগ্রহ ছিল ৫৪ রান। এটাই সর্বোচ্চ জুটি।

জিম্বাবুয়ের ব্যাটিং কোনো তাড়াহুড়া করেনি। বেন কুরান ৫২ রানে অপরাজিত। ১১০ বলে করেছেন এই রান। নিক ভেলচের দুর্ভাগ্য। হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হন তিনি। কুরানের সঙ্গী হয়ে এখন দলকে এগিয়ে নিচ্ছেন ব্রেন্টন টেলর। ১৮ রানে অপরাজিত তিনি।

জিম্বাবুয়ের হারানো দুই উইকেটই গেছে জিয়াউর রহমানের দখলে।

Exit mobile version