দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্য দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। যা শুরু হবে আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে।
দ্বিতীয় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কিনা তা জানতে চাওয়া হয়েছিলো দলের প্রধান কোচের কাছে। পরিবর্তনের ইংগিত দিয়ে রেখেছেন তিনি। তবে কে বা কারা একাদশের বাইরে থাকবেন তা পিচ দেখার পর জানা যাবে বলে জানিয়েছেন হাথুরু।
হাথুরুসিংহে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব চাঙ্গা আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। আমরা দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি। তবে, এখনও পিচ দেখিনি। দেখার পর দল নির্বাচন করা যাবে। পরিস্থিতি অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের আবহাওয়া ভিন্ন, এর প্রভাব উইকেটে পড়বে। সেটি বিবেচনায় আমাদের একাদশ সাজাব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















