সিলেটের প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে এখন যোগ হয়েছে ক্রিকেটের উন্মাদনা। সিরিজ আগেই নিজেদের করে নেওয়া বাংলাদেশ আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নামছে। তবে জয় নিশ্চিত থাকলেও এই ম্যাচকে টিম ম্যানেজমেন্ট দেখছে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে। এই ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস রয়েছে।
দ্বিতীয় ম্যাচ শেষে দলীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আজ একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বোলিং বিভাগে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। তাদের পরিবর্তে ফিরতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ব্যাটিং লাইনআপেও ঘুরপাক খাচ্ছে বদলের ইঙ্গিত। প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া শামীম হোসেন ও নুরুল হাসান সোহানকে আজ দেখা যেতে পারে মাঠে। তবে কার জায়গায় তাঁরা নামবেন, সেটিই এখন দেখার বিষয়। এদিকে, তাওহিদ হৃদয় আর জাকের আলীর মতো ব্যাটাররা এখনো ব্যাট হাতে নামার সুযোগই পাননি, যদিও একাদশে ছিলেন।
ওপেনার তানজিদ হাসান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, “দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। যে যেমন সুযোগ পাচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে। ব্যাটিং ও বোলিং দুই ইউনিটের মধ্যে বোঝাপড়াও ভালো।”
প্রথম দুই ম্যাচে ব্যাটারদের শট খেলার আগ্রাসন ছিল চোখে পড়ার মতো—৯টি ছক্কা ও ২০টি চার এসেছে তাদের ব্যাট থেকে। এবার ম্যাচ হবে একেবারে নতুন উইকেটে, মাঠকর্মীদের ধারণা এখানে আগের চেয়ে বেশি রান উঠতে পারে।
আগেই সিরিজ নিজেদের করে নেওয়ায় আজ টস জিতলে বাংলাদেশ দল আগে ব্যাটিংয়ে নামবে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ ম্যাচ নিয়ে আলোচনায় একটি বিষয়ই বেশি গুরুত্ব পাচ্ছে—ভালো খেলে জয় দিয়ে সিরিজ শেষ করা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















