ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ভারতের নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। সিরিজের শেষ টেস্টের আগে ইতিহাস গড়ার হাতছানি নিয়ে মাঠে নামতে যাচ্ছেন এই তরুণ অধিনায়ক। কয়েকটি রান করলেই ছাড়িয়ে যাবেন কিংবদন্তি সুনীল গাভাস্কারকে, এমনকি ছুঁয়ে যেতে পারেন স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ডও।
এখন পর্যন্ত চলমান সিরিজে গিল করেছেন ৭২২ রান। আর মাত্র ১১ রান করলে তিনি ছাড়িয়ে যাবেন গাভাস্কারের ১৯৭৮-৭৯ সালের দ্বিপক্ষীয় সিরিজে অধিনায়ক হিসেবে করা ৭৩২ রানের রেকর্ড। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কার রানের পাহাড় গড়েছিলেন। এতদিন সেটিই ছিল কোনো ভারতীয় অধিনায়কের দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। গিল সেই কীর্তি থেকে কিঞ্চিত দূরে।

শুধু তাই নয়, গাভাস্কারের আরেকটি রেকর্ডও গিলের নাগালের মধ্যে। ১৯৭১ সালে গাভাস্কার তার অভিষেক সিরিজে করেছিলেন ৭৭৪ রান। ভারতের হয়ে দ্বিপক্ষীয় সিরিজে সেটিই এখন পর্যন্ত কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। এই রেকর্ড ছুঁতে গিলের দরকার আর মাত্র ৫৩ রান।
গিলের সামনে রয়েছে আরও একটি ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ। স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩৬-৩৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রা। এটাই এখন পর্যন্ত কোনো অধিনায়কের দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান। গিলের স্কোর ৭২২ হওয়ায়, এই রেকর্ড ভাঙতে শেষ ম্যাচে করতে হবে আর মাত্র ৮৯ রান।
শতক সংখ্যার দিক থেকেও গিল অসাধারণ ফর্মে রয়েছেন। এই সিরিজে এখন পর্যন্ত তার শতক সংখ্যা চারটি। শেষ টেস্টে আরেকটি শতক পেলে তিনিই হবেন ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি একটি দ্বিপক্ষীয় সিরিজে পাঁচটি শতকের মালিক হবেন।

গেল টেস্টে দ্বিতীয় ইনিংসে গিল করেছিলেন ১০৩ রান। সেই ইনিংসেই ভারত ফিরে এসেছিল ম্যাচে, বাঁচিয়েছিল সিরিজ। এবার শেষ টেস্টে জয় তুলে নিতে পারলে ভারত ২০০৭ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজ ড্র করার সম্ভাবনা রাখবে।

অধিনায়ক হিসেবে ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে শুভমান গিল। তার ব্যাটে ভর করেই হয়তো ইতিহাস লেখা হবে আবার, গড়ে উঠবে নতুন এক ভারতীয় অধ্যায়। সিরিজের শেষ টেস্টে, ভারতের কোটি-কোটি ক্রিকেটপ্রেমী চোখ তাহকবে গিলের দিকে। ভারতীয় ক্রিকেট ভক্তরা চাইবে গিল যেন শেষ ম্যাচে দলকে জিতিয়ে নিজেকেও অনন্য উচ্চতায় নিয়ে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















