বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের প্রধান হোম ভেন্যু এই মাঠ। সেখানকার সাফল্যের ধারাবাহিকতায় গড়ে উঠেছে এক বিশেষ রেকর্ডও। এক ভেন্যুতে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ জয়ের মালিক বাংলাদেশ।
এখন পর্যন্ত মিরপুরে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে জয় এসেছে ২৪ ম্যাচে, যা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট মাঠে সবচেয়ে বেশি। এই রেকর্ড দীর্ঘদিন এককভাবে দখলে রাখলেও এবার আফগানিস্তান যোগ দিল সেই মর্যাদার তালিকায়।
সম্প্রতি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ২৯তম টি-টোয়েন্টি খেলেছে আফগানরা। ম্যাচটিতে জয়ের সুবাদে তাদের মোট জয় দাঁড়িয়েছে ২০-এ। ফলে নির্দিষ্ট ভেন্যুতে ২০ বা তার বেশি জয়ের কৃতিত্ব পাওয়া দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হলো আফগানিস্তান।
অন্যদিকে পাকিস্তান দুটো ভিন্ন ভেন্যুতে কাছাকাছি রেকর্ড গড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের জয় সংখ্যা ১৮ এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয় ১৬টি। এছাড়া দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পেয়েছে ১৪ জয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















