ছেলেদের পেশাদার ক্রিকেট অন্যরকম এক ম্যাচ দেখা গেল সোমবার। এক ম্যাচেই তিন সুপার ওভার। স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে। সোমবার গ্লাসগোতে নেপাল ও নেদারল্যান্ডস ম্যাচে এ ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত এ লড়াইয়ে জয়ী হয় নেদারল্যান্ডস।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য নেপালের দরকার ছিল ১৬ রান। ব্যাটার নন্দন যাদব ও সন্দ্বীপ লামিচানে নেদারল্যান্ডসের ডানহাতি পেসার কাইল ক্লেইনের করা ওভার থেকে ১৬ রাইন তুলে নেন। ফলে ম্যাচ গড়ার সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে বল করতে আসেন নেদারল্যান্ডসের বাঁহিত স্পিনার ড্যানিয়েল ডোরাম। নেপালের কুশল ভুর্তেল তাকে হাঁকান দুইটি ছক্কা ও একটি চার- ওভারে রান উঠে ১৯।
নেদারল্যান্ডসের হয়ে ব্যাটিংয়ে নামে মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড। লেভিট প্রথম বলে ছক্কা হাঁকান, ও’ডাউড শেষ দুই বলে ৬ ও ৪ হাঁকিয়ে আবারও স্কোর সমান করলে ম্যাচ যায় দ্বিতীয় সুপার ওভারে।
দ্বিতীয় সুপার ওভারে নেপালের বোলার লালিত রাজবংশী প্রথম তিন বলে দুটি ছক্কা খেলেও দারুণভাবে কামব্যাক করেন। ওই ওভারে নেদারল্যান্ডস তোলে ১৭ রান।
নেপালের পক্ষে জবাব দিতে রোহিত পৌডেল প্রথম বলেই ছক্কা হাঁকান, দীপেন্দ্র সিং এয়ারি মারেন চারন। শেষ বলে দরকার ছিল ৭ রান। এয়ারি কাউ কর্নার দিয়ে বিশাল ছক্কা মারলে ম্যাচ পৌঁছে তৃতীয় সুপার ওভারে।
তৃতীয় সুপার ওভারে বল করেন নেদারল্যান্ডসের অফস্পিনার জ্যাক লায়ন-ক্যাশে। প্রথম দুই বলেই তিনি তুলে নেন নেপালের পৌডেল ও অভিষিক্ত রুপেশ সিংয়ের উইকেট। ওই ওভারের নেপাল এক রানও করতে পারেনি। জবাবে নেদারল্যান্ডস ব্যাটার মাইকেল লেভিট প্রথম বলেই সন্দ্বীপ লামিচানকে লং অন দিয়ে বিশাল ছক্কায় ম্যাচ জিতিয়ে দেন।
এর আগে উভয় দল ১৫২ রান করে।
