ওয়ানডে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এবারের বিশ্বকাপে স্বাগতিক দেশ ভারত। কিন্তু এখনো ভারতের যাওয়ার ভিসাই পায়নি পাকিস্তান। দু দেশের বৈরি সম্পর্ক কি এখন ভিসা জটিলতা তৈরি করবে কি না তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে আইসিসির হস্তক্ষেপ কামনা করছে পিসিবি।
ভিসা না পাওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ খেলে দেশে ফেরার পরই আমরা ভিসার আবেদন করেছিলাম। পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। ভিসার এই জটিলতা যদি চলতে থাকে তবে বাবর আজমদের বিশ্বকাপ খেলা অনেক কঠিন হয়ে যাবে।’
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। প্রথমটা ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান দলের পরিকল্পনা ছিল ভারতে যাওয়ার আগে দলের সংহতি বাড়াতে সবাই মিলে দুবাইয়ে ছুটির মেজাজে দুই দিন কাটানোর। কিন্তু ভিসা জটিলতায় তা বাতিল হয়েছে।