এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য-শান্ত

এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য-শান্ত

এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য-শান্ত । আয়ারল্যান্ডের বিপেক্ষ সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানে জয়ের পর ঢাকায় টেস্টে শেষ দিনে জিতেছে বাংলাদেশ। টেস্টের পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চকর জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।

ঢাকা টেস্টে ২১৭ রানে জয়ের পর শান্ত বলেন,‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ডে ফাইভের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে।’

এছাড়া শান্ত বলেন,‘আমাদের বোলাররা যেভাবে বল করেছে। ধৈর্য নিয়ে বল করেছে অবশ্যই ক্রেডিট দেওয়ার মতো। বিশেষ করে তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো।’

Exit mobile version