জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জিতেছে খুলনা। শনিবার সিলেটে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৭ রানে হারায় তারা। এ জয়ের মধ্য দিয়ে চট্টগ্রামকে বিদায় করে টুর্নামেন্টে টিকে থাকলো খুলনা।
এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় নুরুল হাসান সোহানের খুলনা। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তোলে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ইনিংসে এ পুঁজি পায় খুলনা। দলের পক্ষে তিনি সর্বোচ্চ ৫২ রান করেন। তার ৩৯ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে। এছাড়া বিজয় ৪, আজিজুল হাকিম ২০, মিঠুন ১৬ ও ইমরুল কায়েস ১৭ রান করেন। এছাড়া নাহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ১৮ রান।
বল হাতে চট্টগ্রামের পক্ষে আহমেদ শরিফ ৪ ওভারে ২৬ রানে চারটি ও ফাহাদ হোসেন ৩.৩ ওভারে ২০ রানে নেন তিনটি উইকেট। তবে বোলাররা দারুণ বোলিং করলেও ব্যাটারদের ব্যর্থতায় জিততে পারেনি চট্টগ্রাম। অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী ৩৭ রান করে বিদায় নিলে নাঈম হাসান অপরাজিত ৩৪ রান করেন।
এছাড়া মাহমুদুল হাসান জয় ৮, সাদিকুর রহমান ১১, দিপু ২৩ রান করেন। বল হাতে চট্টগ্রামের পক্ষে মাসুম খান ও টিপু সুলতান দুটি করে উইকেট নেন।