এনসিএল দিয়েই মাঠে ফিরছেন এবাদত

বাংলাদেশের জাতীয় দলের পেসার এবাদত হোসেন মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা এই গতিতারকা দ্রুতই খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। যদিও সবশেষ ভারত সিরিজে স্কোয়াডে ছিলেন না, তবুও দলের সঙ্গে ভারত সফরে যান এবাদত। ইতিমধ্যেই তার ইনজুরির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এক সাক্ষাৎকারে দেবাশীষ বলেন, ‘এবাদত এখন অনেকটা ভালো। উন্নতির পথে আছে এবং আশা করছি খুব শিগগিরই মাঠে ফিরতে পারবে। চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ দিকেই সে মাঠে নামতে পারবে বলে আশা করছি।’

সবকিছু ঠিক থাকলে এবাদত এনসিএলের শেষ দিকে সিলেট দলের হয়ে মাঠে নামতে পারেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য নাম লিখিয়েছেন তিনি। বিপিএলের আগেই তাকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এনসিএলের মাধ্যমে।

এদিকে বিদেশে চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন আরও কয়েকজন ক্রিকেটার। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়ছেন তিনজন পেসার—মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক জামান এবং মুশফিক হাসান। চলতি মাসেই তারা চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাবেন বলে জানা গেছে। তাদের সঙ্গে যুবা ক্রিকেটার শেখ ইমতিয়াজ শিহাবেরও চেক আপের জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের এই ইনজুরিপ্রবণ সময় কাটিয়ে পেসারদের দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবাদতের প্রত্যাবর্তন দলের পেস আক্রমণকে শক্তিশালী করবে বলে আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

Exit mobile version