জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে এনসিএল টি-টোয়েন্টির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। আসরে দুই দলের অধিনায়ক দুর্দান্ত ফর্মে আছেন। ঢাকার নেতৃত্ব দিচ্ছে নাঈম শেখ। অন্যদিকে রংপুরের নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী।
টুর্নামেন্ট শুরুর আগেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার চ্যাম্পিয়ন দলকে ২০ লাখ টাকা দেওয়া হবে। আর রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা।
এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পকেটে যাবে ১ লাখ টাকা। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি পাবেন ৫০ হাজার টাকা করে। প্রথম কোয়ালিফায়ারে শনিবার মেট্রোকে চার উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে লিগ পর্বে পাঁচ ম্যাচ জেতা রংপুর।
অন্যদিকে লিগ পর্বে সাত ম্যাচের সবগুলো জেতা মেট্রো প্রথম হারের পরও ছিটকে যায়নি। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ বোলিং করে খুলনাকে হারায় ৩৮ রানে।