টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিলেও ওয়ানডেতে এখনো নিয়মিত দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা আর ভিরাত কোহলি। ধারণা করা হচ্ছে, তাদের চোখ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। সেই লক্ষ্যে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেও অবস্থান করছিলেন তারা। কিন্তু বুধবার প্রকাশিত সর্বশেষ তালিকায় হঠাৎ করেই উধাও হয়ে যায় রোহিত-কোহলির নাম।
এ ঘটনা ঘিরে ক্রিকেট মহলে শুরু হয় নানা আলোচনা। শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্বীকার করে নেয়, এটি তাদের ভুল ছিল। ইংল্যান্ডের প্রভাবশালী মাধ্যম উইজডেন আইসিসির সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়—
“এই সপ্তাহের র্যাঙ্কিংয়ে কিছু বিষয় পর্যালোচনার মধ্যে রয়েছে।”
পরে অবশ্য তালিকা সংশোধন করে আবারও রোহিত ও কোহলির নাম যুক্ত করা হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি একটানা ৯–১২ মাস ওয়ানডেতে না খেলেন, তবে র্যাঙ্কিং থেকে বাদ পড়েন। টেস্টের ক্ষেত্রে এই সময়সীমা ১২–১৫ মাস। পাশাপাশি কেউ ফরম্যাট থেকে অবসর নিলে সেই সংস্করণের তালিকা থেকেও তার নাম মুছে ফেলা হয়। তবে মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিত-কোহলির ক্ষেত্রে এসব নিয়ম প্রযোজ্য নয়।
গত ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত, আর সেটিই রোহিত ও কোহলির শেষ ওয়ানডে ম্যাচ। এরপর থেকে ভারত আর কোনো ওয়ানডে খেলেনি, ফলে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে আছেন দুজন। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দুই অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টি থেকে অবসর নেন। কোহলি গত মাসে ইংল্যান্ড সিরিজের আগে হঠাৎ টেস্টকে বিদায় জানান, আর রোহিত টেস্ট থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার–গাভাস্কার সিরিজ শেষে।
চলতি বছর এখন পর্যন্ত রোহিতের নেতৃত্বে ভারত খেলেছে আটটি ওয়ানডে, যেখানে তারা টানা পাঁচ ম্যাচ জিতেছিল। অন্যদিকে কোহলি খেলেছেন সাত ম্যাচ। র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটের আগে রোহিত ছিলেন দুই নম্বরে আর কোহলি চার নম্বরে। প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে প্রকাশিত নতুন তালিকায় তাদের অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে।
