নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। দীর্ঘ অপেক্ষার পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। বুলাওয়েতে চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফেরার পর এবার আবার দেখা যাবে তাকে ওয়ানডে জার্সিতেও।
আগামী ২৯ ও ৩১ আগস্ট হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রাখা হয়েছে টেলরকে। সর্বশেষ তিনি ওয়ানডে খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২১ সালের সেপ্টেম্বরে।
দলের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা টেলরকে নিয়ে বলেছেন,
“ওয়ানডে স্কোয়াডে ব্রেন্ডনকে ফেরাতে পেরে আমরা দারুণ খুশি। তার অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা কঠিন পরিস্থিতিতে দলের জন্য ভীষণ কার্যকর হবে। ড্রেসিংরুমে তার উপস্থিতিই আমাদের জন্য অনুপ্রেরণা।”
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড সিরিজের পর জিম্বাবুয়ে আর কোনো ওয়ানডে খেলেনি। এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও—ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স ও অভিষেকের অপেক্ষায় থাকা পেসার আর্নেস্ট মাসুকু।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি২০ সিরিজে।
বর্তমান ক্রেইগ আরভিন এর নেতৃত্বাধীন জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড আছে- ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।
