চলতি বিপিএলের দুর্বার রাজশাহী মানেই যেন নতুন বিতর্ক। ক্রিকেটে পারিশ্রমিক বকেয়া ও চেক বাউন্সের ঘটনার পর এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা দিয়ে আলোচনায় দুর্বার রাজশাহী। রাজশাহীর এমন নির্দেশনা সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট দুনিয়া।
এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘কিছু ক্রিকেটারের অনুরোধের পরে, দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’
চলতি বিপিএলে প্রথম রাউন্ডের সব ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর। আসরে ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। সেক্ষেত্রে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।