এবার বিপিএল মাতাতে আসছেন কেশব মহারাজ

তামিম ইকবালের দল ফরচুন বরিশালের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। প্রথমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল টি-টোয়েন্টি মাতাতে আসছেন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। সেই ম্যাচ থেকেই তাঁকে দলে পাবে ফ্র্যাঞ্চাইজিটি।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এসএ টি-টোয়েন্টিতে খেলার কারণে নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নেই মহারাজ। গতকাল শেষ হওয়া এসএ টি-টোয়েন্টি আসরের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৮৯ রানে হেরেছে ডারবান সুপার জায়ান্টস।

ডারবানসের অধিনায়কত্ব করা মহারাজ ১৩ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন।

এই পর্যন্ত ১৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৬টি উইকেট নিয়েছেন মহারাজ। এর মাঝে জাতীয় দলের জার্সিতে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৪ উইকেট আছে তাঁর।

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪টি করে জয় ও হারে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বরিশাল।

Exit mobile version