সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অধিকাংশ পরিচালক গা ঢাকা দিয়ে আছেন। আত্মগোপনে ছিলেন সাবেক বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপনসহ অনেকেই। তাঁদের পদত্যাগের বিষয়টি ছিলো সময়ের অপেক্ষায়।
হচ্ছেও তাই। সাবেক সভাপতি নাজমুল হাসান ও নারী উইংসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা শফিউল আলম চৌধুরী নাদেলের পর এবার পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়। গতকাল মঙ্গলবার রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এ ছাড়া আরও অনেক পরিচালকের বিসিবিতে ফেরার সম্ভাবনা একেবারেই কম। পদত্যাগ করতে পারেন আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদেরের মতো পরিচালকরাও।