এভাবেও ফিরে আসা যায়!

প্রবল চাপ নিয়ে আজ মাঠে নেমেছিলেন ওয়ার্নার। নানা সমালোচনার মাঝেই পার্থ টেস্টের প্রথম দিনটা একান্তই নিজের করে নিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৪ চার ও ১ ছক্কায় পেয়েছেন তিন অঙ্কের দেখা। তাঁর ইনিংস থামে অনবদ্য ১৬৪ রানে।

টেস্টে সময়টা খুব একটা ভালো যাচ্ছিলোনা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাই নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ- এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন এই তারকা ক্রিকেটার। তারপরেও তিনি যাতে মাঠ থেকে বিদায় নিতে পারেন, সেজন্য ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ টেস্টের একাদশে রেখেছে তাঁকে।

তাঁকে এমন আনুষ্ঠানিক বিদায় দেয়ার বিষয়টি পছন্দ করেননি অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। শুধুমাত্র ছন্দহীনতা নয়, বরং তাঁর বল টেম্পারিং কেলেঙ্কারির কারণেও তাঁর নায়োকচিত বিদায় মেনে নিতে পারেননি জনসন। প্রথম ম্যাচের আগেই অবশ্য ওয়ার্নার বলেছিলেন, বাইরের কথায় কান দেন না তিনি।

২০১৯-২০ মৌসুমের পর টেস্টে ওয়ার্নারের গড় মাত্র ২৮। ২০২০ সালের পর টেস্টে ছিলো মাত্র একটি শতক।

আজকে মাঠে নামার আগে টেস্টে ওয়ার্নারের রান ছিলো ৮ হাজার ৪৮৭। গড় ৪৪.৪৩। শতক ২৫ টি।

শেষ পর্যন্ত সবকিছু এমন এক জায়গায় এসে মিলেছিলো যে পরবর্তী দুই টেস্টে দলে জায়গা করে নিতে পার্থ টেস্টে তাঁকে অবশ্যই পারফর্ম করতে হবে।

সেঞ্চুরির সংখ্যাটা আজ ২৫ থেকে ২৬ হয়েছে। পার্থে আজ শতক হাঁকিয়েছেন ওয়ার্নার। সমালোচকদের জবাবটা দিয়েছেন চিরচেনা সেই উদযাপনের সাথেই। সর্বশেষ ১৬ ইনিংসে মাত্র দুইটি অর্ধশতক করা ওয়ার্নার আজ প্রমাণ দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি।

তিন সংস্করণ মিলিয়ে ওয়ার্নারের শতক এখন ৪৯টি। এখনো খেলে যাচ্ছেন, এমন ক্রিকেটার মধ্যে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি শতক বিরাট কোহলির, ৮০টি। ওয়ার্নার দ্বিতীয় সর্বোচ্চ।

Exit mobile version