বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটসের সাথে নতুন করে আট বছরের চুক্তি করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০৩১ সালের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (ছেলে ও মেয়েদের) মোট ২৮টি টুর্নামেন্টে স্পন্সর করার সুযোগ পাবে সংযুক্ত আরব আমিরাতের এই সংস্থাটি।
তিন দশকের পথচলায় নতুন করে চুক্তির পাশাপাশি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমিরেটসকে ‘প্রিমিয়ার পার্টনার’ হিসেবে ঘোষণা করে আইসিসি।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোতে এমিরেটসের প্রচারণার পাশাপাশি আম্পায়ারদের এলিট প্যানেল, ম্যাচ রেফারিদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও এমিরিটসের ‘ফ্লাই বেটার’ লোগো ব্যবহার করবেন।
এমিরেটসের সাথে নতুন করে চুক্তির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে আইসিস’র প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেন, বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িতে আমরা কাজ যেভাবে কাজ করছি নতুন এই চুক্তি আমাদের উদ্যোমে নতুন মাত্রা যোগ করবে।
এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম নতুন চুক্তির পর বলেন, ক্রিকেট এই মুহুর্তে বিশ্বের বড় একটি বাজার দখল করে আছে। এটিকে আমরা সার্বজনিন করতে পরষ্পরের সাথে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনায় নতুনত্ব আসবে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















