এলপিএলে উইকেটরক্ষক ক্যাটাগরিতে অবিক্রিত লিটন-মুশফিক

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাঁকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তবে দল পাননি নিলামে ওঠা অন্য দুই বাংলাদেশি লিটন দাস ও মুশফিকুর রহিম।

চলছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ এলপিএলের ৫ম আসরের নিলাম। আজ এই নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিলো লিটন দাসের। তাঁর নাম ওঠে ৩০ হাজার ডলারে। তবে এই উইকেটরক্ষক ব্যাটারকে নিতে কোনো দল আগ্রহ প্রকাশ করেনি।

নিলাম বিরতির ঠিক আগে নাম ওঠে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক মুশফিকুর রহিমের। অবশ্য ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যের অভিজ্ঞ এই ব্যাটারের প্রতিও কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের নিলামে অবশ্য পুরো সময়টাতেই বিস্ময় জাগিয়েছে লঙ্কান ফ্র্যাঞ্চাইজিগুলো। কুশাল পেরেরা, পাথুম নিশাংকা কিংবা মার্টিন গাপটিলের মতো ক্রিকেটারদের পেতে আগ্রহ প্রকাশ করেনি কেউই।

Exit mobile version