এশিয়ান গেমসের ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী আফগানিস্তান

১৫ রানে পাকিস্তানের ৩ উইকেট নিয়েছেন ফরিদ আহমদ

পাকিস্তান ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে আফগানিস্তানের হারলো চার উইকেটে। তাদের করা ১১৫ রান ১৩ বল ও চার উইকেট হাতে রেখেই টপকে যায় আফগানিস্তান। ফাইনালে আগামীকাল দুপুর ১২টায় ভারতের মুখোমুখি হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটাররা।

২০ ওভারের ম্যাচে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১৮ ওভারে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ওমাইর ইউসুফের ২৪ রানই দলটার ব্যক্তিগত সর্বোচ্চ রান। এছাড়া লোয়ার অর্ডারে আমের জামাল ১৪ ও আরাফাত মিনহাজ ১৩ রান করেন। সাতজন ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। আফগানদের পক্ষে ফরিদ আহমদ ১৫ রানে তিন উইকেট নিয়েছেন। এছাড়া দু’টি করে উইকেট পান কাইস আহমদ ও জহির খান।

অবশ্য ১১৬ রানের জয়ের টার্গেটে খেলতে নামা প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা ছিলো পাকিস্তানী বোলারদের। ব্যক্তিগত ৫ ও ৯ রানে দুই ওপেনার সাদিকুল্লাহ অটল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আউট হন। পরে একপ্রান্ত আগলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন নূর আলী জারদান। দলীয় ৭১ রানে জোড়া আউট ও ৮৪ রানে ষষ্ঠ উইকেটের পতন হলে শারাফুদ্দিন আশরাফকে নিয়ে অপরাজিত ২৬ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক গুলবাদিন নাইব। পাকিস্তানের পক্ষে দু’টি করে উইকেট পান আরাফাত মিনহাস ও উসমান কাদির।

Exit mobile version