এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছে। আজ হাংঝুতে অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফিফ হোসেনরা। আগামী ৬ অক্টোবর ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে- এটা স্বস্তির খবর। কিন্তু প্রতিপক্ষ ও ফলাফল জানলে একটু বিষ্মিত হতেই হয়। কেননা প্রতিপক্ষ ছিল ক্রিকেটাঙ্গনে অপরিচিত দল মালয়েশিয়া। এই মালয়েশিয়াকে হারাতেই বাংলাদেশ দলের নাভিশ্বাস উঠেছিল। ২০ ওভারের ক্রিকেটে ১১৬ রান করে মাত্র ২ রানে জয় পেয়েছে বাংলাদেশ।
ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক ছিল। টস জয়ের পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে লজ্জায় পড়তে হয়েছিলো। কেননা তিন রানে পতন হয়েছিল তিন উইকেটের। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয় রানের খাতা খুলতেই পারেননি। ওয়ান ডাউনে নামা জাকির হোসেন ১ রানে বিদায় নিলে বাংলাদেশ বিপর্যয়ে পড়েছিল।
অধিনায়ক সাইফ হাসানের ব্যাটে শেষ পর্যন্ত বিপর্যয় এড়ায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেন তিনি। তার সঙ্গে আফিফ হোসেনের ২৩, শাহাদাত হোসেনের ২১ ও জাকের আলীর ১৪ রান নিয়ে বাংলাদেশ ১১৬ রানে ইনিংস শেষ করে।
পাভনদ্বীপ সিং বাংলাদেশের মূল সর্বনাশটা করেছিলেন। ৪ ওভারে ১২ রানে তিনি দুই উইকেট তুলে নিয়েছিলেন।
জবাবে মালয়েশিয়ার শুরুটা খুব যে ভালো ছিল তা নয়। তারাও একের পর এক উইকেট হারিয়েছে, তবে বাংলাদেশের মতো অতটা নাজুক ছিল না তাদের অবস্থা। তারা তৃতীয় উইকেট্ হারিয়েছিল ১৮ রানে। চতুর্থ উইকেটে অধিনায়ক ভিরানদ্বীপ সিং চমৎকার ব্যাট করে একদিকে যেমন বিপর্যয় এড়ান তেমনি বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠেছিলেন। ৩৯ বলে ৫২ রান করেন তিনি। তিনটি চার ও চারটি ছয়ের মার ছিল তার ইনিংস। তার এমন ইনিংস সত্ত্বেও মালয়েশিয়াকে ১১৪ রানে থেমে যেতে হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















