এশিয়ান গেমসের ক্রিকেটে মেয়েদের পর এবার ছেলেদের বিভাগেও স্বর্ণ জিতেছে ভারত। বৃষ্টির কারণে আফগানিস্তান-ভারত ম্যাচটি ঠিকমতো হতে পারেনি। তবে বাছাই তালিকায় এগিয়ে থাকায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তার আগে আফগানিস্তান ব্যাট করে ১৮.২ করে ৫ উইকেটে ১১২ রান করার পর বৃষ্টি নামে। বৃষ্টিতে আর খেলা হয়নি। এর ফলে মেয়েদের পাশাপাশি ভারতের ছেলেরাও এশিয়ান গেমসের সোনা জয় করলো।
টস জয়ের পর ভারতের অধিনায়ক আর্শদ্বীপ সিং আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সেমিফাইনালেও তিনি টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। বোলাররা যেন পিচ থেকে সুবিধা আদায় করে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে সে জন্য এ সিদ্ধান্ত তার। অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানাতেই দ্বিতীয় ওভারে শিভাম দুবে আফগানিস্তানের শিবিরে প্রথম আঘাত হানেন। তার বিধ্বংসী বোলিংয়ে নাস্তানাবুদ হয় আফগানরা। সেই সঙ্গে হাত মিলিয়েছিলেন আর্শদ্বীপ সিং। উভয়েই একটি করে উইকেট নেন। তার সঙ্গে যোগ হয়েছিল একটা রান আউট। ফলে মাত্র ১২ রানের মধ্যে তিন উইকেট হারায় আফগানিস্তান।
শুরুর এ বিপর্যয়ের মাঝে শক্ত হাতে হাল ধরেন শহীদুল্লাহ। ৪৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে গুলবাদিন নাইব ২৪ বলে ২৭ রান করে দলের সংগ্রহকে সম্মানজনক স্থানে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাদের এ চেষ্টা কাজে আসেনি। বৃষ্টি সব ধুয়ে মুছে নিয়ে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















