এশিয়ান গেমস: নারী ক্রিকেটের সেমিতে ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারলো না নিগার সুলতানার দল। টি টোয়েন্টি ফর্মেটের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫১ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা।

ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে শুরুতেই গোল্ডেন ডাক মারেন ওপেনার সাথি রানি। প্রতিপক্ষের বোলার পূজার করা প্রথম ওভারে একইভাবে গোল্ডেন ডাকের শিকার হন আরেক বাংলাদেশী ব্যাটার শারমিন সুলতানাও। আসা যাওয়ার মিছিলে প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ১২ রান বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ বল মোকাবিলা করে দ্বিতীয় সর্বোচ্চ ৯ রানে অপরাজিত ছিলেন নাহিদা আক্তার। উইকেটে টিকে থাকার চেষ্টা ছিলো রিতু মনির। ২২ বল খেলে আট রান করে আউট হন রিতু। আট রান এসেছে আরেক ব্যাটার সোবহানা মোশতারির ব্যাটেও।

এদিন বাংলাদেশের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হন। ভারতের পক্ষে ১৭ রানে চার উইকেটে নিয়েছেন পূজা ভাস্ত্রাকার। দলটার চার বোলার পেয়েছেন এক উইকেট করে। জবাবে খেলতে নেমে সহজ জয় পেয়েছে স্মৃতি মান্ধানার দল। ভারতীয় অধিনায়ক ৭ রান করে আউট হলেও আরেক ওপেনার শেফালি ভার্মার ১৭ ও ওয়ান ডাউনে খেলতে নামা জেমিমাহ রদ্রিগেজের অপরাজিত ২০ রানে ৭০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারতীয় দল।

Exit mobile version