এশিয়ান গেমস: পুরুষদের ক্রিকেটে বুধবার মাঠে নামছে বাংলাদেশ

এবারের এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পুরুষ দলের সামনেও দলকে পদক এনে দেয়ার সুযোগ। সে লক্ষ্যে বুধবার বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি টাইগাররা।

টুর্নামেন্টের ফর্মেট অনুযায়ী আট কোয়ার্টার ফাইনালিস্টের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ দল সরাসরি শেষ আটে খেলবে। বাকি তিন দল এসেছে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে। যেখানে প্রতি গ্রুপেই তিনটি করে অংশ নিয়েছিলো।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। তাদের হারিয়ে সেমিফাইনালে গেলে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারতীয় ক্রিকেট দলকে। প্রথম কোয়ার্টার ফাইনালে নেপালকে ২৩ রানে পরাজিত করেছে ভারত। চার উইকেটে ভারতের করা ২০২ রানের জবাবে ৯ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে হিমালয়ের দেশটি।

এদিকে, দ্বিতীয় সেমিফাাইনালের প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হংকংকে ৬৮ রানে পরাজিত করেছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে খেলতে নেমে ১৮ ওভার পাঁচ বলে ৯২ রানে গুটিয়ে যায় হংকং। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান পাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার বিজয়ী দলকে।

Exit mobile version