শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। আসন্ন এশিয়া কাপের জন্য বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই দল ঘোষণা করেছে পাকিস্তান। টুর্নামেন্টটি যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, শুরু থেকেই ধারণা করা হচ্ছিল দুই অভিজ্ঞ তারকা এবার থাকছেন না। বেশ কিছুদিন ধরেই তাদের বাইরে রেখেই ছোট ফরম্যাটের সিরিজ খেলছে পাকিস্তান। এবারও ১৭ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, সেটি নিয়েই এশিয়া কাপে নামবে তারা।
এশিয়া কাপে নামার আগে পাকিস্তান খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে এই সিরিজ অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে। এরপরই শুরু হবে এশিয়া কাপ। এবারের আসর বসছে আবুধাবি ও দুবাইতে, ৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
পাকিস্তান স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হ্যারিস রাওফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
