শিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভাতর। তবে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেরি হওয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর ভারতীয় ক্রীড়া প্ল্যাটফর্মে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সঙ্গে আলোচনায় শাস্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জয় পায় ভারত। ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেরি হওয়ায় ক্ষুব্ধ শাস্ত্রী বলেন, ‘গ্যালারিতে দর্শকরা রয়েছে, পরিবেশ একেবারে ফাইনালের মতো, অথচ আমরা ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছি-কী হচ্ছে কেউ জানি না। এটা একেবারেই হাস্যকর।’
এই দেরি হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ভারতীয় দলের মধ্যে অচলাবস্থার কারণে। কারণ ভারত এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। ভারতীয় দল অনুষ্ঠান চলাকালীন বিজয়ীদের মেডেল কিংবা ট্রফি সংগ্রহ থেকে বিরত থাকে।
এরপর ভারত দলকে ট্রফি হস্তান্তর ছাড়াই অনুষ্ঠান শেষ হয়ে যায়। উপস্থাপক সাইমন ডুল ঘোষণা করেন, ‘আমাকে এসিসি জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার সংগ্রহ করবে না। এভাবেই পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হচ্ছে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে সূর্যকুমার যাদবে নেতৃত্বাধীন দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। অপরদিকে এসিসি সভাপতি নাকভিও নিজের অবস্থানে অনড় ছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














