বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। সোমবার দুবাইয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে ৬৯ রানে হারিয়েছে। পাকিস্তানের করা ৩ উইকেটে ৩১৪ রানের জবাবে আর আমিরাত ৮ উইকেটে ২৪৫ রান করে।
পাকিস্তানের এটা টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচ তারা ভারতকে হারিয়েছিল। টানা দুই জয়ে পাকিস্তানের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে। তবে ভারতকে অপেক্ষায় থাকতে হচ্ছে। ভারত দুই ম্যাচ থেকে এক জয় পেয়েছে। তারা আজ জাপানকে হারিয়েছে। শেষ ম্যাচে তারা আরব আমিরাতের বিপক্ষে খেলবে। এ ম্যাচের ওপর নির্ভর করছে ‘এ’ গ্রুপ থেকে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে কারা সঙ্গী হচ্ছে।
‘এ’ গ্রুপে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান শীর্ষে। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আরব আমিরাত। ভারতের পয়েন্টও দুই। তবে তারা রানরেটে পিছিয়ে রয়েছে।
টস জয়ের পর আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে পাকিস্তানের তিন ব্যাটার উসমান খান, শাহজাইব খান ও মুহাম্মদ রিয়াজউল্লাহ রান উৎসব করেছেন। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার শাহজাইব এ ম্যাচে ১৩২ রান করেছেন। রিয়াজউল্লাহ করেছেন ১০৬ রান। আর অপর ওপেনার উসমানের সংগ্রহ ছিল ৪১ রান।
বল হাতে পাকিস্তানের বোলার আব্দুল সোবহান অসাধারণ কীর্তি গড়েছেন। আমিরাতের হারানো ৮ উইকেটের ছয়টি নিয়েছেন তিনি। ১০ ওভারে ৫৭ রানে এই ছয় উইকেট শিকার তার।
অন্য ম্যাচে ভারত ২১১ রানের বিশাল ব্যবধানে জাপানকে হারিয়েছে। আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ৩৩৯ রান করেছিল। জবাবে জাপান ৮ উইকেটে ১২৮ রান করে।