দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটন দাসের নেতৃত্বে গড়া এই দল দীর্ঘদিন ধরেই একসঙ্গে খেলে আসছে। সে কারণেই টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশাও বেড়েছে ভক্ত-সমর্থকদের। বিসিবির কোচ রাজিন সালেহ মনে করেন, এই দল অন্তত সেমিফাইনালে খেলার সামর্থ্য রাখে।
কালের কন্ঠ কে দেয়া সাক্ষাৎকারে রাজিনের মতে, ঘোষিত স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ। নতুন কয়েকজনকে যুক্ত করা হলেও দলে অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। বিশেষ করে নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের অন্তর্ভুক্তি তাকে আনন্দ দিয়েছে। তিনি মনে করেন, চার-পাঁচ বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের সঙ্গে এই সংযোজন দলকে আরও শক্তিশালী করবে।
সোহানকে নিয়ে রাজিন বলেন, গত এক বছর ধরে তিনি ধারাবাহিকভাবে ভালো খেলছেন। অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে ব্যর্থ হলেও সামগ্রিক পারফরম্যান্স তার নির্বাচনের যোগ্যতা প্রমাণ করেছে। তাই এই সুযোগটা তার প্রাপ্য ছিল।
অন্যদিকে সাইফ হাসানকে নিয়ে রাজিনের মত, একসময় তাকে শুধু লাল বলের ক্রিকেটার ভাবা হলেও সাম্প্রতিক বছরগুলোতে সাদা বলের ফরম্যাটে তিনি বেশ ভালো করছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে নিজেকে পরিণত ব্যাটসম্যান হিসেবে তুলে ধরেছেন।
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে রাজিন বলেন, চ্যাম্পিয়ন হওয়ার আশা তিনি করছেন না। তবে দলের সামর্থ্য রয়েছে অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলার। তার মতে, দলে ওপেনার থেকে শুরু করে সব পজিশনে এমন ক্রিকেটার আছে যারা বড় মঞ্চে পারফর্ম করার ক্ষমতা রাখে।
