চোট কাটিয়ে এশিয়া কাপে খেলতে চান অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। একই সাথে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনটাই জানিয়েছেন নির্বাচকরা।
আগামী ১৯ অগস্ট এশিয়া কাপের দল চূড়ান্ত করবে নির্বাচকেরা। সেখানে বুমরাহ জায়গা পান কি না তা নিয়ে কিছুই বলেনি নির্বাচকরা। তবে ইন্ডিয়ান্স এক্সপ্রেস ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুমরাহ। পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা।’
সবশেষ ইংল্যান্ডে গিয়েছে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। তার মধ্যে দুটিতে হেরেছিল ভারত আর একটাতে ড্র করেছিল। যে দুটো টেস্টে বুমরাহ খেলেননি সেগুলো জিতেছে ভারত। তবুও ভারতের দলে বুমরাহের অবদান অস্বীকার করছেন না কেউ।
টেস্টে দীর্ঘ সময় বল করার ঝুঁকি থাকে। এশিয়া কাপ এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। ফলে শরীরের উপর চাপও পড়বে না। সে কারণেই বুমরাহ এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা ক্রিকেটমহলের।
এ দিকে, সূর্যের ফিটনেস নিয়ে একটা সংশয় ছিল। তবে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে দেওয়া ফিটনেস পরীক্ষায় তিনি পাস করে গিয়েছেন। বোর্ডের এক সূত্র বলেছেন, ‘এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিতে আর সমস্যা নেই সূর্যকুমারের। কিছু দিন আগে পর্যন্ত উৎকর্ষ কেন্দ্রে ছিল সূর্য। এখানে রিহ্যাব করার পর ওকে ফিট ঘোষণা করা হয়েছে। নির্বাচনী বৈঠকে ওকে দেখা যাবে।’
এশিয়া কাপের জন্য ভারতীয় দল আগেভাগে রওনা দেবে বলে ঠিক করা হয়েছে। তবে আমিরশাহিতে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। বেঙ্গালুরুতে একটা ছোট প্রস্তুতি শিবির করার কথা থাকলেও তা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের মতে, একটু আগে আমিরশাহি গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেই হবে। কবে রওনা দেবে দল তা এখনও জানা যায়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















