আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে এশিয়া কাপকে বেছে নিয়েছে ভারত। সে কারণে দলটির কোচ গৌতম গম্ভীর কোনো ভুল করতে রাজি নন। টুর্নামেন্টে কোনো পরীক্ষার ইচ্ছা তার নেই। সে কারণে দল গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সাবেক এই ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শুভমান গিলের থাকার সম্ভাবনা কম।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, টপ অর্ডারে দারুণ কিছু ক্রিকেটার উঠে আসায় টেস্ট অধিনায়ককে দর্শক হিসেবে কাটাতে হবে। ঠিক একই কারণে দলে থাকবেন না লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।
পিটিআই আরো জানিয়েছে, এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা নাও করতে পারেন কোচ গৌতম গম্ভীর। টপ ও মিডল অর্ডার যারা খেলবেন তারা জায়গা প্রায় নিশ্চিত। গত কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ ওপেনের করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চারে খেলেছেন অধিনাযক সূর্যকুমার যাদব ও তিলম ভার্মা। পাঁচে হার্দিক পান্ডে। এর ফলে শুভমান গিল, রাহুল ও যশস্বীর থাকার সম্ভাবনা খুবই কম।
এ মাসের ১৯ ও ২০ তারিখে এশিয়ার কাপের দল নির্বাচন করতে পারে ভারত। সবটাই নির্ভর করছে জাতীয় ক্রিকেট একাডেমীর রিপোর্টের ওপর। সেটা দেখেই দল নির্বাচন করা হবে।
