এশিয়া কাপ শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি, তবে ভারত-পাকিস্তান লড়াইকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। মাঠের ভেতরে যেমন প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তেমনি বাইরে শুরু হয়ে গেছে কথার লড়াই।পাকিস্তানি পেসার হারিস রউফ এবার সরাসরি ভারতকে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া এক ভিডিওতে এক ভক্তের প্রশ্নের জবাবে রউফ বলেছেন, “দুই ম্যাচই আমাদের, ইনশাআল্লাহ।”
চলতি আসরে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে গ্রুপপর্বে অন্তত একবার মুখোমুখি হবে দুই দল। তবে পরিস্থিতি অনুযায়ী এই লড়াই দুই বা এমনকি তিনবারও হতে পারে—যদি উভয় দল ফাইনালে পৌঁছায়। এই গ্রুপের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলো ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর পাকিস্তান ১২ সেপ্টেম্বর মাঠে নামবে ওমানের বিপক্ষে। প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।
ইতোমধ্যেই দল ঘোষণা করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতকে নেতৃত্ব দেবেন সুর্যকুমার যাদব, আর পাকিস্তানের অধিনায়ক থাকছেন সালমান আলী আঘা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















