এসিসির সভা ঘিরে উত্তেজনা, অনিশ্চয়তায় এশিয়া কাপের ভবিষ্যৎ

আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। এবারের টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা ঢাকায় আয়োজন করা নিয়ে তীব্র আপত্তি তুলেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের দাবি, বাংলাদেশে ভারতের জাতীয় দল সফর না করায় ঢাকায় সভার আয়োজন অনুচিত।

বিসিসিআইয়ের আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে এসিসির বর্তমান সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বিরুদ্ধে। ফলে ভারত হুমকি দিয়েছে, আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির এজিএম বয়কট করতে পারে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

বিশ্বস্ত সূত্রের বরাতে বলা হয়েছে, ঢাকায় সভার ভেন্যু পরিবর্তন না হলে ভারত হয়তো পুরো এশিয়া কাপ আয়োজন থেকেই সরে দাঁড়াবে। এই পরিস্থিতিতে আসছে সেপ্টেম্বরে সম্ভাব্য এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা।

এর আগে ২০২৩ সালের এশিয়া কাপেও দেখা গিয়েছিল ভিন্নধর্মী পরিস্থিতি। পাকিস্তান আয়োজক হলেও, ভারতের আপত্তিতে টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে—যেখানে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। এবারও একই ধরণের বিতর্ক সামনে চলে এসেছে।

এদিকে বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে না করলেও, ভারতীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী যদি সভা ঢাকাতেই হয়, তবে ভারত অংশ নেবে না। ফলে এসিসির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বড় শঙ্কায় পড়ে যেতে পারে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

Exit mobile version