জিতলেই রেলিগেশন লিগ এড়ানোর সুযোগ! কিন্তু না। এমন কঠিন সমিকরণের ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের। ম্যাচে ৫১ রানে হেরেছে তারা। এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ ৩০১ রান সংগ্রহ করে। জবাবে ৪৩.১ ওভারে ২৫০ রানে থামে ব্রাদার্সের ইনিংস।
বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপের দেওয়া ৩০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নেমে শুরুতে উইকেট হারায় হারায় ব্রাদার্স। তবে দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিন ও জাহিদুজ্জামান খান ১১০ রানের জুটি গড়েন। রবিন ৫৩ বলে ৫৫ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্রাদার্স।
তবে দলের বিপদে জাহিদ এক প্রান্ত আগলে রেখে একা লড়াই করেন। শেষ পর্যন্ত সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার আগে অবশ্য ৯২ বলে খেলেছেন ১২২ রানের ইনিংস। ১৭ চার ছাড়াও দুটি ছয়ে এ রান করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৫০ রানে অলআউট হয়েছে ব্রাদার্স। বল হাতে গাজীর পক্ষে স্পিনার ওয়াইসি সিদ্দিকী ৫২ রানে একাই শিকার করেন ৬ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজীর দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও সাদিকুর রহমান ওপেনিং জুটিতে ৪৬ রান তোলে। শাহরিয়ার ৩৩ বলে ৩৫ রানে আউট হন। এরপর সাদিকুর ফেরেন ২১ রানে। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ মিলে গড়েন ৪৭ রানের জুটি।
বিজয় ৪৮ বলে ৩৭ রান করে আউট হলে ভাঙে সম্ভাবনাময় এই জুটি। অপর দিকে সেঞ্চুরির স্বপ্ন দেখানো শুভ শেষ পর্যন্ত ৯০ বলে ৮৪ রান করে আউট হয়েছেন। শেষ দিকে সালমান হোসেন ইমনের ৫১ রানের অপরাজিত ইনিংস ও শামীম মিয়ার ৪২ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে গাজী ৩০১ রানের সংগ্রহ দাঁড় করায়। ব্রাদার্সের পক্ষে সুমন খান সর্বোচ্চ চারটি শিকার করেছেন।