মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখানো আফগানিস্তান। জিতলেই সেমিফাইনালে জায়গা করে নিবে অজিরা। অন্যদিকে বিশ্বকাপে আরো এক আপসেট ঘটানোর লক্ষ্য আফগানদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
পারিবারিক কাজে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ায় মিচেল মার্শ এবং গলফ বগি থেকে পড়ে গিয়ে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে আজকের ম্যাচে দলে ফিরেছেন দুইজনই। অন্যদিকে ফিট না থাকায় খেলবেননা স্টিভেন স্মিথ। বাদ পড়েছেন ক্যামেরুন গ্রীনও। আফগান দলে ফজল হক ফারুকীর বদলে সুযোগ পেয়েছেন নাভিন উল হক।
আফগানিস্তান একাদশঃ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ ও নাভিন-উল হক।
অস্ট্রেলিয়া একাদশঃ
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
