ওয়ানডেতে নতুন অধিনায়ক পাচ্ছে পাকিস্তান

ওয়ানডেতে নতুন অধিনায়ক পাচ্ছে পাকিস্তান

আগামী বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে পাকিস্তানের ওয়ানডে দলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় নির্বাচক কমিটি ও বোর্ডের উপদেষ্টা পরিষদের একটি যৌথ বৈঠক ডেকেছে।

২০ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ভাগ্য নির্ধারিত হতে পারে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। এক পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন পিসিবি চেয়ারম্যান নাকভিকে চিঠি লিখে বৈঠকের অনুরোধ করেন,

যাতে ওয়ানডে দলের বিভিন্ন বিষয় ও অধিনায়কত্ব নিয়ে আলোচনা করা যায়। পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে হেসন হয়তো অধিনায়কত্বে পরিবর্তনের প্রস্তাব তুলতে পারেন, যদিও তার প্রস্তাব বোর্ডের শীর্ষ কর্মকর্তারা মেনে নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

বিবৃতিতে যদিও বলা হয়েছে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চেয়ারম্যান মহসিন নাকভি নির্বাচক ও উপদেষ্টাদের সোমবার বৈঠকে বসতে বলেছেন, যাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়।’

গুঞ্জন রয়েছে, সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ও তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি, লেগ স্পিনার শাদাব খান অথবা বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগার মধ্যে কোনো একজনকে রিজওয়ানের উত্তরসূরি বিবেচনা করা হতে পারে।

নির্বাচক প্যানেলে রয়েছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আলিম দার ও আজহার আলি; অন্যদিকে উপদেষ্টা হিসেবে কাজ করছেন সাবেক টেস্ট ক্রিকেটার সরফরাজ আহমেদ ও সিকান্দার বখত। সরফরাজ ও সিকান্দার সরাসরি চেয়ারম্যান নাকভির কাছে রিপোর্ট করেন এবং ক্রিকেট-সংক্রান্ত সব বিষয়ে তার পরামর্শক হিসেবে কাজ করেন।

রিজওয়ান গত বছর ডিসেম্বর থেকে বাবর আজমের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। পাকিস্তানকে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দেন।

তবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ছন্দ হারায়। এরপরও দলের দুরবস্থা কাটেনি। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে পরপর দুটি সিরিজে হেরেছে রিজওয়ানের দল।

বিশ্বজুড়ে দলগুলো এখন ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে লক্ষ্য করে নিজেদের পুনর্গঠন করছে। পাকিস্তানের সীমান্তের ওপারেও বড় পরিবর্তন এসেছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

Exit mobile version