ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মুশফিকুর রহিম | বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঘোষণাটি দিয়েছেন তিনি।
এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এখনো খেলে যাবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট।

জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক। ২৭৪ ওয়ানডের ক্যারিয়ারে ৭৭৯৫ রান করেছেন এই ব্যাটার। করেছেন নয়টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি।

মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বসার কথা ছিল। তারই অংশ হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, ”আজ  থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।” 

Exit mobile version