বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে আলোচনার শেষ ছিল না। কিভাবে তাকে সামলাতে হবে তা নিয়েই প্রতিপক্ষরা আলোচনায় ব্যস্ত ছিল। কিন্তু বিশ্বকাপে ঠিক সেভাবে জ্বলে উঠতে পারেননি পাকিস্তানের এ পেসার। তারপরও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ পর্যন্ত ১৬ উইকেট নিয়ে যুগ্মভাবে উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছেন। একই সময়ে আইসিসি ওয়ানডে বোলিং র্যঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন তিনি।
২৩ বছর বয়সী আফ্রিদি বিশ্বকাপে এ পর্যন্ত ৭ ম্যাচ ১৬ উইকেট নিয়েছেন। একবার ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন। শীর্ষে ওঠার পথে আফ্রিদি স্থানচ্যুত করেছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলউডকে। এ অস্ট্রেলিয়ান এখন দ্বিতীয় স্থানে। হ্যাজলউডের মতো মোহাম্মদ সিরাজ ও কেশব মহারাজ এক ধাপ নিচে নেমেছেন। তারা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন। যে কোনো র্যঙ্কিংয়ে এই প্রথমবার আফ্রিদি শীর্ষে উঠলেন।
মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে তিন উইকেট নেওয়ার পরই র্যঙ্কিংয়ে আফ্রিদির অবস্থার উন্নতি হয়েছে। ৯ ওভার বোলিংয়ে তিনি ২১ রানে ৩ উইকেট নেন। এই ম্যাচেই তিনি ওয়ানডেতে ১০০ উইকেট শিকারের কীর্তি গড়েন। ৫১ ম্যাচে তিনি ১০০ উইকেটে শিকার করেন। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে তিনি শততম উইকেট শিকারী ক্লাবে যোগ দেন। তবে পেসার হিসেবে তিনি সবচেয়ে কম ম্যাচে এই ক্লাবের সদস্য হয়েছেন। তার পরেই রয়েছেন মিচেল স্টার্ক।
শাহিন আফ্রিদির এই কীর্তির ফলে ওয়ানডে ক্রিকেটে বোলিং ও ব্যাটিং উভয় ডিপার্টেমেন্টের র্যঙ্কিংয়ে শীর্ষস্থান পাকিস্তানীদের দখলে। শাহিন বোলিংয়ের শীর্ষে, ব্যাটিংয়ের শীর্ষে বাবর আজম। তবে যে কোনো সময় বাবর শীর্ষস্থান হারাতে পারেন। কেননা বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক মোটেও ভালো করতে পারছেন না।
নতুন র্যঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান অল রাউন্ডার র্যঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
