ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে শাহীন, এগোলেন মিরাজ-শান্ত

Oplus_131072

আইসিসির সাম্প্রতিক ওয়ানডে বোলার র‍্যাংকিংয়ে বড় সাফল্য পেয়েছেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে বোলিং গড় ১২.৬২ এবং ৮ উইকেট নিয়ে তিনি উঠে এসেছেন শীর্ষে, রেটিং ৬৯৬।

এর ফলে কেশব মহারাজকে সরিয়ে দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান, আর মহারাজ তৃতীয় স্থানে নেমে গেছেন। চতুর্থ স্থানে চলে এসেছেন কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট দুই ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ ও সপ্তম স্থানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ সবচেয়ে এগিয়ে আছেন। ২৪তম স্থানে অবস্থান করা মিরাজ দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও ভারতের রবীন্দ্র জাদেজার সমান ৫৫৬ রেটিং নিয়ে বেশ স্থিতিশীল। মুস্তাফিজুর রহমানও উন্নতি করেছেন, ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে। এছাড়া নাসুম আহমেদ আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে ৪৯ ধাপ এগিয়ে ৭২তম স্থানে উঠে এসেছেন।

ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ধাপ এগিয়ে তিনি ২৪তম স্থানে আছেন। একই রেটিং নিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও তার সঙ্গে আছেন। তবে মুশফিকুর রহিম ৩০তম স্থানে নেমে গেছেন। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে না থাকায় লিটন দাসও পিছিয়েছেন, এখন ৬৪তম স্থানে।

Exit mobile version